তাড়াহুড়ো করে খাওয়ার ফলে শরীরে কী ঘটে

ব্যস্ত জীবনে অনেকেই তাড়াহুড়ো করে দুপুর বা রাতের খাওয়া শেষ করেন। কিন্তু এই দ্রুত খাবার খওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভাল? চিকিৎসকদের মতে, দ্রুত খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
যেকোনো খাবার ধীরেসুস্থে ভাল করে চিবিয়ে খাওয়া উচিত। দ্রুত খাবার খেলে, খাবার মুখের মধ্যে ছোট ছোট কণায় পরিণত হয় না। ফলে মোটা দানার খানা পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। ছোট আকারের খাদ্য কণা হজম করতে পাকস্থলীকে যতটা দ্রুত কাজ করতে হয়, খাবার ঠিক মতো চিবানো না হলে, সেই কর্ম ক্ষমতা আরও বাড়িয়ে দিতে হয় পাকস্থলীকে। ফলে অল্প সময়ের মধ্যেই হজমের সমস্যা দেখা দেয়। বড় খাবারের টুকরোর সঙ্গে পাকস্থলীতে হাওয়ার পরিমাণও বাড়ে। ফলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।
খাবার যদি ভাল করে চিবিয়ে খাওয়া না হয়, সে ক্ষেত্রে আমরা কম না কি বেশি খেয়েছি, অনেক সময়েই মস্তিষ্কে সেই সিগন্যাল ঠিক মতো পৌঁছায় না। এই অভ্যাস দীর্ঘদিন স্থায়ী হলে তখন দেহের ওজন বাড়তে থাকে।
পাকস্থলীকে যদি বার বার খাবার হজম করতে বেশি কর্মক্ষম হতে হয়, সে ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে। ফলে তখন পেটে যন্ত্রণা শুরু হয়। কিন্তু ধীরে ধীরে খাবার খেলে পাকস্থলী তার নিয়মমাফিক খাবার হজম করে। ফলে এই ধরনের সমস্যা হয় না। দ্রুত খাবার খেলে সময়ের সঙ্গে কারও বিপাকক্রিয়ার ক্ষমতাও কমতে শুরু করে।
খাওয়ার সময় অনেকেই পানি পান করেন। এর ফলে অল্প সময়ের মধ্যেই পেট ভরে যায়। ফলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না। খাওয়ার সময়ে পানি না খেতে তার ২০ থেকে ৩০ মিনিট আগে পানি খাওয়া উচিত। এর ফলে অ্যাসিডিটির সমস্যা হয় না। খাওয়ার পরেও পানি পান করতে হলে কমপক্ষে ১৫ মিনিট পর করা উচিত।