ডেঙ্গু সংক্রমণ বেড়েছে ৮১ শতাংশ

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু সংক্রমণ গত বছরের তুলনায় ৮১ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মৃত্যু বেড়েছে ৪৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জন মারা গেছেন, যেখানে গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১২৫ জন।
চলতি বছর এ পর্যন্ত ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ২৩ হাজার ১০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু রোববারেই (২১ সেপ্টেম্বর) ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে, কেবল সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৫৭ জন, যা আগস্ট (৩৯ জন) ও জুলাই মাসের (৪১ জন) চেয়ে বেশি।
ডেঙ্গু কেন বিপজ্জনক?
ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ানোর মাধ্যমে ছড়ায়। সাধারণত, বর্ষাকালে মশার প্রজনন অনুকূল থাকায় এই রোগের প্রকোপ বাড়ে।
ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলো হলো তীব্র জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশি ও জয়েন্টে ব্যথা ও শরীরে ফুসকুড়ি। তবে, গুরুতর ক্ষেত্রে এটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা শক সিনড্রোমের কারণ হতে পারে, যা দ্রুত চিকিৎসা না করালে জীবন কেড়ে নিতে পারে।
ক্রমবর্ধমান চ্যালেঞ্জ
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ডেঙ্গু একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ২০১৯ ও ২০২২ সালের মতো বড় প্রাদুর্ভাবের পর এবারও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মশার বংশবৃদ্ধি আরও সহজ হচ্ছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।