ঈদ উপলক্ষে বিশ্বরঙের রংবাহারি পোশাক

ঈদ মানেই হাসি-আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো। আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় ঈদ উদযাপনের সব পরিকল্পনা। নতুন পোশাকের অপেক্ষায় থাকে সবাই। পিছিয়ে নেই ফ্যাশন হাউস বিশ্বরঙও।
উৎসব-পার্বণ উদযাপনে ফ্যাশন হাউস বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিকের ভূমিকা পালন করে। উৎসব-পার্বণে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙের এই স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ২৬ বছর ধরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের ঈদে ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্র্যময়তায় উপস্থাপন করেছে বিশ্বরঙ।

পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, ভেলভেট ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। রঙের ব্যবহারে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রিন, গোল্ডেনসহ সব রঙেই পরিমিতিবোধ লক্ষ করা যায় সবগুলো পোশাকে। কাজের মাধ্যম হিসেবে এসেছে এমব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।
যে কেউ ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে, ফেসবুক পেজ bishworang fan club-এ।