ছয় বছরে মীরবাজার

২০১৫ সালে নিছক একটি প্রয়োজন থেকে শুরু করা মীরবাজার ছয় বছরে পা দিয়েছে আজ। এই দিনেই মীরবাজার যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠাতা মীর সাবের হোসেনের হাত ধরে।
করোনা পরিস্থিতির কারণে কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় কিংবা অনুষ্ঠানের আয়োজন করেনি প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে মীর সাবের বলেন, ‘আমরা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলেছি। আমাদের সমস্যা নেই, সেটা বলব না। আমরা আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’
মীরবাজার বর্তমানে ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। তাদের নিজস্ব শোরুম গত মার্চে চালু করার কথা থাকলেও তা করোনা পরিস্থিতির কারণে স্থগিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ঢাকায় তাদের নিজস্ব শোরুমের পরিকল্পনা রয়েছে।