নতুন ব্যবসা শুরু করেছেন দুই নায়িকা

করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই ঘরবন্দি বিশ্ববাসী। সবার মতোই নিজের জীবন বাঁচাতে গৃহে অভিনয়শিল্পীরা। তবে এই সময়টা একেবারে নিরলস না কাটিয়ে নতুন ব্যবসা চালু করেছেন দুই নায়িকা অঞ্জলি সাথী ও অরিন।
লাক্স সুপারস্টার অরিন বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। দেশের পাশাপাশি কলকাতার কয়েকটি চলচ্চিত্রেও যুক্ত হয়েছেন।
অঞ্জলি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রূপ গাওয়াল’ মুক্তি পায় ২০১৩ সালে, যেখানে নায়ক ছিলেন নিলয়। পরের বছর ‘অনেক সাধনার পরে’, ‘ফাঁদ’, ‘হৃদয় দোলানো প্রেম’ মুক্তি পায়। গত বছর মুক্তি পায় ‘ফিফটি ফিফটি লাভ’ চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে ‘ডেঞ্জার জোন’।
নাটক-চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের মধ্যে ভালো বন্ধুত্ব থাকে। তবে অঞ্জলি ও অরিন আরো ঘনিষ্ঠ। তাই তো তাঁরা দুজনে মিলে অনলাইন প্ল্যাটফর্মে শুরু করেছেন পোশাকের ব্যবসা।
এ প্রসঙ্গে অরিন বলেন, ‘যেহেতু আমি চলচ্চিত্রে অভিনয় করি, তাই ফ্যাশনের ওপর কয়েকটি কোর্স করেছি। কোন চরিত্রের সঙ্গে কোন পোশাক পরতে হয়, সেটা বোঝার জন্য। এই কোর্সটি এখন আমার কাজে লাগছে। করোনার এই সময়টা আমরা ঘরে বসে অনেকেই অলস সময় কাটাচ্ছি। তাই আমরা দুই বান্ধবী মিলে অনলাইনে পোশাকের ব্যবসা শুরু করেছি।’
অরিন আরো বলেন, ‘শুটিংয়ের প্রয়োজনে আমাকে অনেক দেশেই যেতে হয়, সেখানে বিভিন্ন ধরনের পোশাক আমাকে আকর্ষণ করে। তবে দেশে সেসব পোশাক পাওয়া যায় না। যে কারণে এই ব্যবসার চিন্তা মাথায় আসে। বিদেশের বেশ কিছু ব্র্যান্ডের পোশাক আমরা অনলাইনে বিক্রি করছি। করোনার পর একটি শোরুমও নেওয়ার ইচ্ছে আছে আমাদের।’
অঞ্জলি সাথী বলেন, ‘অনেকেই মনে করবে আমরা বোধহয় অনেক দামি পোশাক বিক্রি করছি। বিষয়টি এমন নয়, আমরা সব শ্রেণির জন্য পোশাক রেখেছি। সুন্দর আর ভালো পোশাক হলেই সেটি অনেক দামি হবে, এমন নয়। দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পোশাক রয়েছে। আমরা চাই সব শ্রেণির মানুষ যেন আমাদের কাছ থেকে পোশাক সগ্রহ করতে পারেন।’
সেলিব্রেটি কালেকশনস শিরোনামের ফেসবুক পেজে (https://www.facebook.com/NasifOrinAnzoli/) মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিসসহ সব ধরনের পোশাক বিক্রি করছেন এই দুই চিত্রনায়িকা।