শো রুম উদ্বোধনে নিশো ও ফারিয়া

শো রুম উদ্বোধনে নিশো ও ফারিয়া। ছবি : সংগৃহীত
যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড জেকে ব্রাইডাল এক্সক্লুসিভ লাউঞ্জের নতুন আউটলেট। ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী কণা।
জেকে ব্রাইডাল লাউঞ্জের প্রতিষ্ঠাতা ফয়সাল মৃত্তিক ও নুসরাত ফারিয়ার বড় বোন মারিয়া মৃত্তিক। মারিয়া বলেন, তিনি খুবই আনন্দিত যে রুচিশীল মানুষের জন্য দারুণ সব পৃথিবী বিখ্যাত ব্র্যান্ডের কালেকশন দিয়ে সাজানো হয়েছে এই শো রুম। এটি জেকের দ্বিতীয় শো রুম।
অরিজিনাল ডিজাইনার ব্রাইডাল গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, শেরওয়ানি বনানীর এই শো রুমে পাওয়া যাবে। ব্রাইডাল ধাঁচের সব ধরনের পোশাক পাওয়া যাবে ছেলেমেয়ে উভয়ের জন্য।