২৬ বছরে বিশ্বরঙ, তারকাদের নিয়ে জমকালো আয়োজন

জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করতে যাচ্ছে জনপ্রিয় ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’। ২৬ বছরের পথচলা উদযাপনে ১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় যমুনা ফিউচার পার্কের বিশ্বরঙ শোরুমে এক আয়োজন করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বিশ্বরঙ জানিয়েছে, আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, নায়ক ফেরদৌস, নায়িকা বিদ্যা সিনহা মিম, সংগীতশিল্পী আঁখি আলমগীর, নায়িকা অপু বিশ্বাস, নায়িকা নিপুণ, সংগীতশিল্পী স্বপ্নিল সজিব, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, নায়ক শিপন মিত্র, উপস্থাপিকা নাবিলা, সুপার মডেল হিরা, মডেল সানজু, সংগীতশিল্পী পিন্টু ঘোষসহ মিডিয়া তারকা, অভিনেতা, অভিনেত্রী, মডেল এবং বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা।
২০ ডিসেম্বর ছিল বিশ্বরঙের ২৬তম জন্মদিন। বেশ কিছু কারণে ১ জানুয়ারি পালন করা হবে জন্মদিন। এ দিন বিশ্বরঙ আয়োজিত কিছু মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।