সোয়েটারের আদলে পঞ্চ

শীতের এই সময়টাতে সকালের দিকে খুব ঠান্ডা থাকে আবার দুপুরে হালকা গরম পড়ে আর সন্ধ্যার পর আবারও শীতের তীব্রতা শুরু হয়! এই মৌসুমে তাপমাত্রার এমনটাই হয়। এ সময় এমন এক শীত পোশাক প্রয়োজন যা ঠান্ডার সময় পুরো শরীর ঢেকে রাখবে। আবার দিনের কোনো একসময় গরম লাগলেও খুব অস্বস্তি লাগবে না। এ ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন ফ্যাশনেবল পোশাক পঞ্চ।
পঞ্চ এমনই এক পোশাক, যা স্টাইলিশ লুক আনার সঙ্গে সঙ্গে প্রয়োজনও মেটায়। এই শীত পোশাকটির নাম পঞ্চ হওয়ার কারণ হলো এটি চাদর ও সোয়েটারের ফিউশনে তৈরি। এর পাঁচ দিকে পাঁচটি কোণা থাকে। আজকাল এটি কিছুটা সোয়েটারের আদলে করা হয় কিন্তু ঢিলেঢালা ভাবটা ঠিক আগের মতোই রয়েছে।
‘পঞ্চ’ আমাদের দেশে বহুকাল আগ থেকেই ব্যবহৃত হতো। কিন্তু বলতে গেলে ফ্যাশনের সঙ্গে এর তেমন একটা সম্পর্ক ছিল না। তবে আজকাল তরুণ প্রজন্ম ‘পঞ্চ’ নামক এ শীতবস্ত্রটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। এর কারণ হলো এটি বেশ স্টাইলিশ এবং সহজেই বহন করা যায়।
পঞ্চ তৈরিতে সাধারণত উল ব্যবহার করা হয়। তবে দেশীয় হাউসগুলো দেশি কাপড়কে প্রাধান্য দিয়েই পঞ্চ তৈরি করে থাকে। উলের পাশাপাশি খাদি কাপড় দিয়েও পঞ্চ তৈরি করা হয়। কারণ খাদি কাপড় একটু ভারী হয়। যা শীতের জন্য জরুরি। আর উল দিয়ে যেগুলো তৈরি করা হয়, সেগুলো ভারীও হয়ে থাকে আবার পাতলাও হয়ে থাকে।
পঞ্চের কাপড়ের ক্ষেত্রে যেমন পরিবর্তন এসেছে, ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। আপনি চাইলে পঞ্চ বানিয়েও নিতে পারেন। কারণ এটি তৈরিতে খুব বেশি ঝামেলা নেই। কেউ যদি হাতে তৈরি করে নিতে চান তাহলে মেয়েদের জন্য আড়াই গজ এবং ছেলেদের জন্য তিন গজ কাপড় লাগবে। আর লম্বায় একটু ছোট করতে চাইলে দুই গজ কাপড়েই হয়ে যাবে।
সাধারণত শীতপ্রধান দেশগুলোতে সোয়েটারের ওপর পঞ্চ ব্যবহার করা হয়। তবে আমাদের দেশে শুধু পোশাকের ওপর পঞ্চ পরলেই শীত নিবারণের পাশাপাশি স্টাইলটাও বহাল থাকবে। তবে শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে পঞ্চ পরলে খুবই বেমানান লাগবে। এটি সাধারণত জিন্সের ওপর পরতে হয়। ওপরের টপসটি ফুল স্লিভও হতে পারে আবার স্লিভলেসও হতে পারে।
কিছু কিছু পঞ্চে হুড দেওয়া থাকে। ফলে বাড়তি করে মাফলারের প্রয়োজন হয় না। আবার অনেক পঞ্চের কাঁধের দুদিকে দুই টুকরা কাপড় থাকে, যা মাফলারের মতো করে পেঁচিয়ে নিতে পারেন। তাই এবারের শীতে নিজেকে আরো স্টাইলিশ করতে বেছে নিতে পারেন রংচঙা বাহারি ডিজাইনের একটি পঞ্চ।
মডেল : রিবা, মেকআপ : রিভ মেকওভার সেলুন, পোশাক : সেইলর, ছবি : সৈয়দ অয়ন