রঙ-বেরঙয়ের অচেনা ঈদ কার্ড

ঈদ কার্ড শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় নয়, বরং এটি ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার অন্যতম এক মাধ্যম। ঈদের এই খুশির বার্তা প্রিয়জনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঈদ কার্ড একসময় ছিল ব্যাপক জনপ্রিয়। বর্তমান সময়েও অনেকের কাছে বিশেষ অনুভূতি বহন করে এই কার্ড।
ঈদ কার্ডের বিভিন্ন প্রকার
হাতে লেখা ঈদ কার্ড
এই ঈদ কার্ড পুরোনো ঐতিহ্যের অংশ, যেখানে কাগজের উপর হাতে লেখা শুভেচ্ছা বার্তা পাঠানো হতো। এটি ব্যক্তিগত সম্পর্ক বৃদ্ধি করে, যা অনেকের কাছে বিশেষ অনুভূতি তৈরি করে।
মুদ্রিত ঈদ কার্ড
বিভিন্ন ডিজাইন ও মেসেজসহ বাজারে বিক্রিত ঈদ কার্ড। এসব কার্ডে সুন্দর আর্টওয়ার্ক ও ইসলামিক শুভেচ্ছা বার্তা থাকে।
ডিজিটাল ও ইলেকট্রনিক ঈদ কার্ড
ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির কারণে এখন ই-কার্ড বা ডিজিটাল ঈদ কার্ড জনপ্রিয়। এগুলো ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যায়।
করপোরেট বা অফিসিয়াল ঈদ কার্ড
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মচারী, ক্লায়েন্ট বা ব্যবসায়িক অংশীদারদের জন্য বিশেষভাবে তৈরি ঈদ কার্ড পাঠায়, যাতে শুভেচ্ছার পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার বার্তা থাকে।
কাস্টমাইজড ঈদ কার্ড
অনেকেই এখন নিজস্ব ডিজাইনে ঈদ কার্ড তৈরি করে থাকে, যেখানে পারিবারিক ছবি, ব্যক্তিগত বার্তা ও নাম অন্তর্ভুক্ত করা হয়।
ইসলামিক ঈদ কার্ড
এসব কার্ডে কোরআনের আয়াত, হাদিস, দোয়া এবং ইসলামিক ক্যালিওগ্রাফি বা সুন্দর নকশা থাকে।