বিশ্ব মা দিবস
মাকে চমকে দেবেন যেভাবে

মা তাঁর সন্তান ও পরিবারকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এই ভালোবাসার সঙ্গে জগতের অন্য কোনো কিছুর তুলনা হয় না। এটি অকৃত্রিম, গভীর এবং চিরন্তন। তবে এমন নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশের জন্য কি শুধু একটি দিনে সীমাবদ্ধ থাকা উচিত? বলা যায় প্রত্যেক মানুষের কাছে প্রতিটি দিনই মা দিবস। তাই মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশও হওয়া উচিত প্রতিটি দিনেই। তবুও ‘মা দিবস’ আমাদের একটা সুযোগ করে দেয়—মায়ের মুখে একটু বাড়তি হাসি ফোটানোর জন্য।
মা আমাদের জন্ম দিয়েছেন, জীবনের পথচলা শিখিয়েছেন, নিজের সুখ ত্যাগ করে আমাদের জন্য গড়ে তুলেছেন নিরাপদ আশ্রয়। তার ত্যাগ অতুলনীয়। এই বিশেষ দিনে মাকে চমকে দিতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কী করবেন?
মনে রাখবেন, সন্তানের দেওয়া যেকোনো জিনিস মায়ের কাছে অমূল্য। তাই আপনি চাইলে কিছু বিস্ময়কর কাজ করে মাকে চমক দিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, যেসব কাজ করে মাকে চমকে দিতে পারেন।
উপহারের ঝুড়ি
একটি উপহারের বাস্কেট বা ঝুড়ি তৈরি করুন। মায়ের পছন্দের কিছু জিনিস দিয়ে ঝুড়িটি সাজিয়ে তুলুন। এসব জিনিসের মধ্যে হতে পারে মায়ের পছন্দের কোনো লিপস্টিক বা মেকআপ আইটেম বা কোনো গানের সিডি বা বই। যেসব জিনিস মা অনেক দিন ধরে কিনতে চাইছেন, কিন্তু কেনা হয়ে উঠছে না, এ রকম জিনিস কিনে ঝুড়িটি সাজান। এরপর মাকে উপহার দিন। দেখবেন, তিনি কতটা খুশি হন।
সারপ্রাইজ পার্টি
আজকের বিশেষ দিনটিতে মায়ের জন্য একটি সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করে ফেলুন। মায়ের অধিকাংশ সময়ই কিন্তু কাটে আপনাদের ঘিরে। অনেক সময় কাজের চাপে হয়তো নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগের সময়টুকু পান না তিনি। তাই একটি সারপ্রাইজ পর্টির আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। আর পার্টিতে নিমন্ত্রণ জানান মায়ের পছন্দের বন্ধু-বান্ধবকে। দেখবেন, মায়ের মুখে কেমন হাসি ফুটে ওঠে।
স্ক্র্যাপবুক তৈরি করুন
আপনার মায়ের কিছু বিশেষ ছবি বাছাই করুন। তার শৈশব, স্কুল ও কলেজের দিনগুলো, পরিবারের সাথে বিশেষ মুহূর্তগুলোর ছবি নিয়ে একটি স্ক্র্যাপবুক তৈরি করে ফেলুন। এমনকি আপনি এটিকে একটি বিশেষ নামও দিতে পারেন। যে নামটি আপনার মায়ের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
ফুলের তোড়া
আপনি যদি মায়ের থেকে দূরে থেকে থাকেন, তবে ফুল হতে পারে সবচেয়ে সুন্দর একটি উপহার। যেহেতু, এই কম সময়ে আর তেমন কিছু দিতে পারছেন না। তাই জলদি কিছু ফুল কিনে নিন। তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আজকাল আমাদের কুরিয়ার সার্ভিসগুলো বেশ অত্যাধুনিক হয়ে উঠেছে। তাই খুব বেশি সময় নাও লাগতে পারে। আর যদি হাতে সময় থাকে, তাহলে ফুলের সাথে চকলেট বা গহনা অর্ডার করে এটিকে আরও বিশেষ করে তুলতে পারেন।
চিঠি বা কবিতা লিখুন
মা দিবসে মায়ের জন্য ভালবাসা প্রকাশ করুন। সে আপনার জন্য কতোটা অর্থবহ সেটা তাকে জানান। আপনার ভালবাসা প্রকাশের জন্য চিঠি বা কবিতা লিখে ফেলুন। আপনার মা চিরকাল এটি সংরক্ষণ করবেন।
মায়ের ইচ্ছার তালিকা থেকে কিছু উপহার দেন
আপনার মা হয়তো মাঝে মাঝে কিছু আকাঙ্খার কথা প্রকাশ করেন। সেগুলোর একটি তালিকা তৈরি করেন। হতে পারে তা গহনা, স্কিনকেয়ার আইটেম, বই অথবা বাগানসরঞ্জাম। এর মাঝে থেকে যেটি আপনার সাধ্যের মধ্যে আছে সেটি কিনে ফেলুন। আপনার মাকে চমকে দিন। তিনি এমন কিছু পেয়ে আনন্দের সাথে অবাক হবেন।
সিনেমা দেখুন
বিশ্বব্যাপী মা’কে কেন্দ্র করে অনেক সিনেমা বানানো হয়েছে। আজকের দিনে ঘরে বসে মাকে নিয়ে দেখে ফেলুন একটি সিনেমা। কিংবা মায়ের প্রিয় শোটি পুনরায় দেখুন। একসাথে উপভোগ করুন। আপনার মা যদি কোনও নতুন সিরিজ বা সিনেমা দেখার অপেক্ষায় থাকে, সেটিও দেখে ফেলতে পারেন।