এশিয়া কাপ কি শ্রীলঙ্কায় থাকছে?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/12/bangladesh-vs-sri-lanka.jpg)
আগামী আগস্টে বসছে পরবর্তী এশিয়া কাপ। অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়। চরম সঙ্কটে থাকা দেশটিতে আসরটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে জোর গুঞ্জন চলছে। দেশটির অর্থনৈতিক অবস্থা চরম খারাপ হওয়ায় শেষ পর্যন্ত অন্য দেশে আয়োজন হতে পারে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি।
শ্রীলঙ্কা শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজনে আগ্রহ দেখাতে পারে। বিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দেওয়া হলেও তারা আগ্রহী বলে সূত্রে জানা গেছে।
তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরে। আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হওয়ার কথা। বর্তমান সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।
শেষ পর্যন্ত এই সূচি অনুযায়ী আসরটি মাঠে গড়াবে কি না তা বলা মুশকিল।
এশিয়া কাপে ছয় দল অংশ নিয়ে থাকে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান টুর্নামেন্টে সরাসরি খেলে থাকে। বাছাই পর্ব থেকে আসে আরকেটি দল।
উল্লেখ্য শ্রীলঙ্কা চরম খারাপ অবস্থা পার করছে। বিদ্যুৎ, জরুরি ওষুধ, খাদ্য ও জ্বালানী তেলের চরম সঙ্কট দেশটিতে। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর এমন দুরবস্থায় পড়েনি দেশটি।