বাড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি, কে কত পাবে?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/cyaampiyns_ttrphi.jpg)
২০১৭ সালে সবশেষ হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির টুর্নামেন্টটি। সবশেষ আসর থেকে ৫৩ শতাংশ বেড়েছে এবারের পুরষ্কারের অর্থ। শিরোপা জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে আসন্ন আসরের প্রাইজ মানি। ফাইনালে জয়ী দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। সঙ্গে তাদের দেওয়া হবে একটি ট্রফি।
রানার্স-আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে সপ্তম ও অষ্টম হওয়া দল। অংশগ্রহণের জন্য আট দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ ২৫ হাজার ডলার করে।
এবার বাংলাদেশ অংশ নেবে 'এ' গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ দল বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে নয়ে অবস্থান করছে বাংলাদেশ। সর্বশেষ আসরে দারুন খেলা বাংলাদেশের কাছ থেকে এবারও বড় কিছু প্রত্যাশা সমর্থকদের।
বাংলাদেশসহ সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড খেলবে প্রস্তুতি ম্যাচ। পিসিবির পক্ষ থেকে পাকিস্তান শাহিন্স নামের তিনটি ভিন্ন দল গঠন করা হয়েছে এই ম্যাচগুলোর জন্য। সবাই একটি করে ম্যাচ খেললেও আফগানরা খেলবে দুম্যাচ। সব ম্যাচই হবে দিবারাত্রির।