রিকশা চালাচ্ছেন তানজিন তিশা, থাকছেন বস্তিতে!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/28/tanzin_tisa_riksga_girl.jpg)
ঢাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী, শুধু কি রিকশা; থাকছেন বস্তিতেও। কিন্তু কেন?
কারণ, ‘রিকশা গার্ল’ শিরোনামের একটি নাটক। এই নাটকের জন্য তানজিন তিশার এসব কর্মকাণ্ড। এই নাটকে তাঁর চরিত্রের নাম শিখা।
ছোট বোন পরীকে নিয়ে শহরের বস্তিতে শিখার সংসার। শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এক সময় রেজাউল নামের এক মানুষ তাঁকে আগলে রাখত সব সময়। অজানা এক কারণে নিখোঁজ হয় রেজাউল। ঘটনাক্রমে শিখা মুখোমুখি হয় অপ্রিয় এক সত্যের। যে সত্য প্রশ্নবিদ্ধ করে পুরুষ নামক মানুষের পরিচয়কে। তবু জীবন জীবনের নিয়মেই চালিয়ে নেয় সে। এমন একটি বাস্তব গল্প নিয়েই নাটক ‘রিকশা গার্ল’-এর গল্প।
আহমেদ তাওকীরের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকে তানজিন তিশার বিপরীতে রয়েছেন সোহেল মণ্ডল। তাঁর চরিত্রের নাম রেজাউল।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশার ভাষ্য, ‘আমি সব ধরনের কাজেই নিজেকে প্রমাণ করতে চাই। তবে এই নাটকের শিখা চরিত্র একটা বোধের জায়গা থেকে করা। সমাজের শ্রমজীবী নারীদের জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এ নাটকে। এই শহরে যে সব নারী জীবন সংগ্রামে লড়াই করছে তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ থেকে কাজটা করা। এই ঈদে রিকশা গার্ল নিঃসন্দেহে অন্য রকম আবেদনের একটি কাজ হবে।’
নাটকটির রচয়িতা আহমেদ তাওকীর বলেন, ‘এখন গল্পনির্ভর কাজের পরিবেশ ঠিক আগের মতো নেই। ট্রেন্ডি নামে সব অগল্পের গল্প হচ্ছে। আমি চেয়েছি একটা গল্প বলতে। যে গল্প একজন হার না মানা নারীর।’
মানবিক দায়বদ্ধতা থেকে নাটকটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন পরিচালক রিংকু। তিনি বলেন, ‘একদম র গল্প নির্মাণে আমি অন্য রকম আনন্দ পাই। চারপাশের চেনাজানা চরিত্রগুলোর গল্প বলার মধ্যে অনেকের জীবনের ছবি দেখতে পাই! যাদের কথা কেউ বলে না, সেই কথাগুলো আমি তুলে ধরতে চাই! বলতে পারেন মানবিক দায়বদ্ধতা থেকে এই নাটকটি পরিচালনা করা।’
নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার বলে বলে জানান নির্মাতা।