আরশের ওপর কেন খ্যাপা তানিয়া বৃষ্টি?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/22/tumi_kichhu_ekta_koro.jpg)
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘তুমি কিছু একটা করো’।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা সেতু আরিফের। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। এ ছাড়া অভিনয় করেছেন রকি খান, শাফিজ মামুনসহ অনেকে।
সমসাময়িক প্রেম-ভালোবাসা এবং চাওয়া-পাওয়া নিয়ে নাটকের প্লট। চার বছরের প্রেমের সময়ে এসে সোনিয়া এই সম্পর্কের একটা পরিণতি চায়। রাসেলও চায়। রাসেল কম্পিউটার সায়েন্সে মাত্র অনার্স শেষ করেছে। তাই সেনিয়া চায় রাসেল কিছু একটা করুক। তারপর রাসেল জাস্ট একবার সোনিয়ার বাবার কাছে গিয়ে বলবে যে সে সোনিয়াকে ভালোবাসে। বাকিটা সোনিয়া দেখবে।
রাসেলও তাই চায়। তাই চাকরির তুমুল চেষ্টাও করে। প্রত্যেক ইন্টারভিউতে রাসেল প্রশংসা পায়, কিন্তু চাকরি হয় না। রাসেল কিছু তো একটা ঘটনা ঘটায়। এসব ঘটনা শুনে সোনিয়া প্রায়ই খেপে যায়। রাসেল সোনিয়াকে ঠাণ্ডা করে এবং রাসেল কথা দেয়, সে এবার সত্যিই জাস্ট জবের জন্য ট্রাই করবে।
নাটকের বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দা ও ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।