২২ সিনেমা হলে ‘সুলতানপুর’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/02/350822045_255997147110845_7517416263260243469_n-370744f1acbe63be714a9c5e9d67db7b.jpg)
সিনেমাটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
আজ শুক্রবার (২ জুন) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুলতানপুর’ সিনেমা।
সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক, অধরা খান, সাঞ্জ জন, রাশেদ মামুন অপু, আশিষ খন্দকার, মৌমিতা মৌ, এ কে আজাদ সেতু প্রমুখ।
সৈকত নাসির জানান, ‘সুলতানপুর’র জার্নি তিন বছরের। ২০২০ সালের অক্টোবরে কাজটিতে হাত দেন তিনি। তখন এর নাম ছিল ‘বর্ডার’। তবে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করা হয়েছে। সীমান্তের মানুষের জীবন, অপরাধ চক্র, চোরাকারবারি ইত্যাদির সঙ্গে ছবিটিতে রয়েছে পরিবার ও সম্পর্কের গল্প।
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে আসাদ জামান ও নির্মাতা সৈকত নাসির।