পিছিয়ে গেল জিৎয়ের ঢাকা সফর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/02/photo-1456917367.jpg)
কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘বাদশা’ ছবিটির কাজ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। যৌথ প্রযোজনার এই ছবি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব। আগামী ১০ তারিখ ঢাকায় জিতের ঢাকা আসার কথা থাকলেও কিছুদিন পিছিয়েছে বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার মিডিয়া ম্যানেজার মুন্তাহিদুল লিটন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামী কাল থেকে ছবির শুটিং শুরু করব। এরই মধ্যে আমাদের সব প্রস্তুতি শেষ। ছবির মূল নায়ক কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ কয়েকদিন পরে আসবেন। উনি ছাড়া যে সিক্যুয়েন্স আছে সেগুলোর শুটিং করা হবে আগে। তবে জিৎ কবে আসছেন এই বিষয়টা নিশ্চিত করে আমি কিছু বলতে পারছি না।’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এনটিবি অনলাইনকে বলেন ‘জিতের পার্সোনাল সমস্যার কারণে ঢাকায় আসা মাত্র তিন দিন পিছিয়েছে। ১০ তারিখ তাঁর ঢাকায় আসার কথা ছিল, কিন্তু এখন তিনি ১৩ তারিখ আসছেন। তবে আমাদের এজন্য কোনো সমস্যা হবে না। বাকি কাজ ঠিক মতোই এগোচ্ছে।’
আগামীকাল গাজীপুর শুটিং শুরু হলেও পুবাইল, ঢাকার কিছু সিনেমা হল, কারওয়ানবাজার বস্তি এবং লালবাগ কেল্লায় টানা শুটিং হবে ১৫ দিন।