তারকাদের ভ্যালেন্টাইনস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/14/thamb.jpg)
একদিনে বসন্ত ও বিশ্ব ভালোবাসা সবার হৃদয় ছোঁয়ে গেছে। একই দিনে তিন উৎসবে মেতেছে সবাই। বাদ যাননি তারকারাও। বসন্ত রাঙিয়ে দিয়েছে তাদের মনও। বসন্তকে বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে তারাও ভক্ত অনুরাগীদের সামনে হাজির হয়েছেন নতুন রূপে। জানিয়েছেন শুভেচ্ছাও।
বিশ্ব ভালোবাসা দিবসে তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা দিবসে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। কেও কেও আবার সন্তান নিয়ে ঘুরতে গেছেন দেশের বাহিরেও।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2024/02/14/bidyaa_sinhaa_mim.jpg 687w)
অভিনেত্রী অপু বিশ্বাস নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে লিখেছেন, সবাইকে ভ্যালেন্টাইনস ডে এর শুভেচ্ছা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2024/02/14/ttyyaa.jpg 687w)
আরেক অভিনেত্রী বুবলী ছেলে ও পরিবারের সঙ্গে ভারতে ঘুরতে গিয়েছেন। সেখানে তাজমহলে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করে তিনি লেখেন ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী.. প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষ ভাবে কাটালে ক্ষতি কী!
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2024/02/14/saamiraa_khaan_maahi.jpg 687w)
সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা..’
এদিকে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরি টয়া লেখেছেন, শুভ ভ্যালেন্টাইন ডে সবাইকে...
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2024/02/14/bubli_2.jpg 687w)
এছাড়াও সামিরা খান মাহি, তাসনিয়া ফারিণ ও বিদ্যা সিনহা সাহা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা দিবসের ছবি শেয়ার করে সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।