‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় ও সমালোচনা নিয়ে যা বলছেন ফারুকী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/11/11/faruki_2.jpg)
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি তাঁকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। বিষয়টি নিয়ে এখন আত্মগ্লানিতে ভুগছেন কি না ফারুকী এই প্রশ্ন করা হলে জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনো ধরণের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দিবো না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দিবো। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।
বিএনপি নেতা মেজর হাফিজের প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘মেজর হাফিজকে অনেক শ্রদ্ধা করি। তিনি হয়তো সোশাল মিডিয়া দেখে বিভ্রান্ত হয়েছেন। ফ্যাসিস্টদের সহযোগী বলতে পারেন, কিন্তু ২০১৮ সালের নির্বাচনের আগে, সড়ক আন্দোলনে আমরা ছিলাম। তখন রিস্ক নিয়েছিলাম। কিন্তু ও যদি লেখার কারনে ২০১৫ সালে আমার ও তিশার ট্যাক্স ফাইল তলব করেছিলো।’
এছাড়াও শিল্পকলায় নাটক বন্ধ করা হলো। উগ্রবাদী এই অবস্থা নিয়ে বিষয়ে প্রশ্ন করা হলে ফারুকী বলেন, আমি বিষয়টা জানি। তবে একটা বলতে চাই এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি এবং কখনো বাঁধার কারণ হয়ে দাঁড়াবে না। তবে পাশাপাশি কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আমরা সবাই জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে এমন না যে কেবল সরকার পতন হয়েছে। যদি জনতা বিজয়ী না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম না জেলে থাকতাম। এমন আমাদের অনেকের সঙ্গেই হতো। যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে সরকার তাদেরও বিচার করবে। যারা সরাসরি এটার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেটা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু না।