অভিনেত্রী অঞ্জনার অবস্থা সংকটাপন্ন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/03/anjana.jpg)
গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে অঞ্জনাকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
অঞ্জনার পুত্র নিশাত রহমান মনি খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে অঞ্জনা জ্বরে ভুগছিলেন। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ অঞ্জনা রহমান। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।
প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে আসার আগে একজন নামী নৃত্যশিল্পী ছিলেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দু‘বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।