তবুও অনন্য তামিম!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/tamim-barishal.jpg)
দেশের ক্রিকেটে তর্কাকীতভাবে সেরা ওপেনার তামিম ইকবাল। জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি কিংবা ঘরোয়া ক্রিকেট, তামিমকে ছাপিয়ে যেতে পারেননি কেউ। ২০২৩ এর অবসর বিতর্কের আগে তিনি ছিলেন মধ্যমণি। তারপর বহু কাঠখড় পুড়েছে, জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন তামিম। এখন তার পুরো মনোযোগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সেখানে তিনি দারুণ সফল।
বিপিএল শুরুর আগে তামিম জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ মনোযোগ দিতে চান বিপিএলে। তার লক্ষ্য নিজেকে উজাড় করে দেওয়া। ফাইনালের আগে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, সঠিক পথেই আছেন তামিম। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলেছেন ফরচুন বরিশালকে। শিরোপা থেকে এক পা দূরত্বে বরিশাল।
এই যাত্রায় তামিমের অবদান অনেক। চলতি আসরে বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৩ ম্যাচে ৩৫৯ রান নিয়ে দলের পক্ষে সবচেয়ে বেশি রান তারই। আছে ম্যাচ জেতানো ৮৬ রানের অপরাজিত ইনিংস। পুরো আসরেই দলকে ভালো শুরু এনে দিয়েছেন।
তামিমের ঝুলিতে আছে দুটি বিপিএল শিরোপা। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথমবার শিরোপার স্বাদ নেন তিনি। সেবার খেলেছিলেন ইমরুল কায়েসের নেতৃত্বে। অধিনায়ক তামিমের হাতে শিরোপা শোভা পায় গতবার। এবার জিতলে তিনি বসবেন মাশরাফী বিন মোর্ত্তজার ও ইমরুল কায়েসের পাশে। এই দুজন ছাড়া অধিনায়ক হিসেবে টানা দুটি বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি আর কেউ। খেলোয়াড় হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেটার হিসেবেও বসবেন মাশরাফী-ইমরুলের পাশে।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলের ইতিহাসে তামিম ইতোমধ্যে নিজের নাম লিখিয়ে নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১১৭ ম্যাচে তিন হাজার ৭৮১ রান করে চূড়ায় বসে আছেন। ২০১৯ এর ফাইনালে খেলেছিলেন ১৪১ রানের অপরাজিত ইনিংস।
নিজের দিনে তামিম কতটা বিধ্বংসী, তার প্রমাণ রেখেছেন বহুবার। এখন প্রমাণের কিছু নেই। বরং, সব বিতর্ক পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের গন্তব্যে আরেকবার পৌঁছানোর পালা।