চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বাংলাদেশ দলের ফটোসেশন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/bcb.jpg)
বিপিএল শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। নাজমুল হোসেন শান্তদের পরবর্তী গন্তব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মেগা এই ইভেন্টে যাওয়ার আগে আজ বুধবার অফিশিয়াল ফটোসেশনে অংশ নিয়েছেন ফিল সিমন্সের শিষ্যরা।
আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গত পাঁচদিন অংশ নিয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। হয়েছে ম্যাচ সিনেরিও। আজ হয়ে গেল অফিশিয়াল ফটোসেশন।
আইসিসির বৈশ্বিক আসর গুলোর আগে, যে কোন দলের ফটোসেশন একটা আনুষ্ঠানিকতার অংশ। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। মাঝে এই ফটোসেশনে নিয়ে নানা নাটকীয়তা থাকলেও এবার সবার উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়ে গেল ফটোসেশন পর্ব।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ করাচিতে, ভারত ফাইনালে গেলে শিরোপার লড়াই হবে দুবাইয়ে।
এবারের বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের অভিযান। প্রথম ম্যাচেই বাংলাদেশ লড়বে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে। সেই ম্যাচটি হবে দুবাইতে। এরপর বাংলাদেশ দল উড়াল দেবে লাহোরে। সেখানে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচটি হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।