রায় স্থগিত, এখনই জেল নয় সালমানের
আজ সকাল থেকেই বোম্বে হাইকোর্ট প্রাঙ্গণে ‘ভাই’-এর অজস্র ভক্ত ভিড় জমিয়ে রেখেছিলেন। অপেক্ষা তাঁদের সার্থক। এ যাত্রায় আবারো বাঁচলেন সালমান। ডি ডব্লিউ দেশপান্ডের রায়কে ‘সাসপেন্ড’ করে দিয়েছেন বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় থিপসে। সুতরাং এখন জেলে যেতে হচ্ছে না সালমানকে। এনডিটিভির চলমান খবর থেকে জানা গেল, আগামী জুলাই মাসে সালমানের আপিলের শুনানি হবে।
urgentPhoto
এ সময়ের মধ্যে সালমান এখন নিশ্চিন্তে তাঁর বিভিন্ন ছবির কাজ করতে পারবেন। তবে যত নড়াচড়া সব দেশের মধ্যে, অনুমতি ছাড়া দেশ ছেড়ে নড়তে পারবেন না সালমান খান।
সালমানের পরিবারের একজনকেই কেবল আজ আদালত প্রাঙ্গণে দেখা গেছে, তাঁর বোন আলভিরা। বিচারক যখনই সালমানের দণ্ডাদেশ ‘সাসপেন্ড’ করে দিলেন, কান্নায় ভেঙে পড়েন আলভিরা।
গত পরশু, ৬ মে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারপতি ডি ডব্লিউ দেশপান্ডে।