‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির জন্য অভিনব উদ্যোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/05/shaniber_er_bikel.jpg)
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ সিনেমা ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন)। গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্র দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, এমন আশঙ্কায় গেল বছরের জানুয়ারিতে মুক্তি আটকে দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
এরপর সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিপরীতে গত বছরের ফেব্রুয়ারিতে আপিল করে সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পরও ছাড়পত্রের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড। বাংলাদেশে সিনেমাটি মুক্তি না পেলেও এরই মধ্যে মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। যার মধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সিনেমাটি দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে।
এবার বাংলাদেশে মুক্তির পক্ষে জনমত গঠনের জন্য বিচিত্র এক উদ্যোগ নিয়েছে সিনেমা ক্যাফে ‘ঝিল কুটুম’। চলতি মাসের শুরু থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘ঝিল কুটুম’ নিজেদের সব অতিথিকে ‘শনিবার বিকেল’-এর অফিশিয়াল টি-শার্ট বিনামূল্যে উপহার দিচ্ছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুটুম এক্সপ্রেসের প্রধান বিপণন কর্মকর্তা এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সিজু খান।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/05/shaniber_er_bikel_2.jpg)
আর এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন দেশবরেণ্য চলচ্চিত্র এবং বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুণ এবং কানের ফিপ্রেস্কি জুরিবোর্ডের সদস্য ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আজ সিনেমাটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারবিজয়ী নির্মাতা এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদোয়ান রনি ওই টি-শার্ট পরে ক্যাম্পেইনে অংশ নেবেন।
‘নতুন বছরের সিনেম্যাটিক অফার’ শীর্ষক ঝিল কুটুমের এই ক্যাম্পেইনের পার্টনার হিসেবে আছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা সংস্থা ছবিয়াল, রকমারি ডটকম, মেঘওয়ালা, আওয়ার শট দেয়ার শট চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশি টি-শার্ট ব্র্যান্ড ‘ডিমভাজি’।
থ্রিলার চলচ্চিত্র ‘শনিবার বিকেল’-এ অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।