বিয়ের পর পরিচালনায় অনির্বাণ, নায়িকা ‘সাবেক প্রেমিকা’
বিয়ের পর অভিনেতা থেকে নির্মাতা হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সিনেমার নাম ‘মন্দার’। সোহিনী ও অনির্বাণ এখন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র মন্দারমণিতে। সেখানে সিনেমাটির শুট চলছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণকে এমন তথ্য নিশ্চিত করে এই অভিনেতা বলেছেন, ‘প্রথম পরিচালনার কাজে হাত দিয়েছি। প্রচুর পড়াশোনা করতে হয়েছে। সিনেমার টেকনিক নিয়ে এখন ইউটিউব থেকেও প্রচুর কিছু শিখছি। টেনশনে আছি।’
আর অনির্বাণের প্রথম সিনেমার নায়িকা সোহিনী সরকার। ওপার বাংলার প্রভাবশালী পত্রিকা সোহিনীকে অনির্বাণের সাবেক প্রেমিকা হিসেবে আখ্যা দিয়েছে। গণমাধ্যমটি এই প্রেমিকা আখ্যার ব্যাখ্যা করেছে এভাবে, ‘২০১৯ সালের শুরুতে টলিপাড়ায় সবচেয়ে বড় গুঞ্জন ছিল সোহিনী-অনির্বাণের প্রেম। পরবর্তীকালে সোহিনী আর রণজয় বিষ্ণুর প্রেম, লকডাউনে তাঁদের লিভ ইন, অন্যদিকে অনির্বাণের বিয়ে সেই গুঞ্জন ধামাচাপা দিয়েছে।’
গেল বছরের ২৬ নভেম্বর বিয়ে করেন অনির্বাণ ভট্টাচার্য। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী। পাত্রীর সঙ্গে অনির্বাণের পরিচয় ১২ বছর আগে থিয়েটারে। তাঁরা ‘হাতিবাগান সঙ্ঘারাম’ দলে একসঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন।
অনির্বাণ ভট্টাচার্য তাঁর ক্যারিয়ার শুরু করেন মঞ্চনাটকের মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি কলকাতার একাধিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। অনির্বাণকে সবশেষ হইচইয়ের ভৌতিক রোমাঞ্চকর চলচ্চিত্রে দেখা গেছে, নাম ‘ড্রাকুলা স্যার’।