‘স্থায়ীভাবে বহিষ্কারের’ দিন ৫ সিনেমার ঘোষণা পরিচালকের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/17/mamun_cover.jpg)
আলোচিত পরিচালক অনন্য মামুনকে ‘চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার’ অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে নিয়ে ‘অশালীন সংলাপের’ অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পান। গতকাল (১৬ জানুয়ারি) বিকেলে পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
তবে এমন সিদ্ধান্তের পরপরই নতুন পাঁচ সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারব না কথাটি সত্য নয়, পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ-সুবিধা পাব না।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/17/mamun_2_0.jpg)
এরপর অনন্য মামুন লিখেছেন, ‘এ বছর অনন্য মামুন ৫টি সিনেমা বানাবে, প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান ২ ও পাইলট। আমি পরিচালক সমিতিকে সম্মান করি, কিন্তু কিছু হিংসাপরায়ণ পরিচালককে না।’
‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপ দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল। এরপর ১১ জানুয়ারি দুজনের জামিন দিয়েছেন আদালত।