ক্যাটরিনাকে ২ মিনিট পাওয়া কোহলির জীবনের সেরা অর্জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/10/kat_virat.jpg)
ক্রিকেট দুনিয়ায় বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা কে? এই প্রশ্নে আপনার উত্তর যা-ই হোক, মাথায় বিরাট কোহলির নাম আসতে বাধ্য। সেই কোহলির জীবনের সেরা অর্জন কী, জানেন?
জানলে হয়তো অবাক হবেন। কারণ, সেটা বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কাছ থেকে মাত্র দুই মিনিট সময় পাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। এ কথা নিজ মুখে বলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে এখানে বেশ কিছু কিন্তু আছে।
বলিউডভিত্তিক গণমাধ্যম বলিউড বাবল এক প্রতিবেদনে বলছে, সম্প্রতি কোহলির বেশ আগের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ক্যাটরিনার কাছ থেকে দুই মিনিট সময় পাওয়াই তাঁর মাঠের বাইরে সেরা অর্জন।
যদিও সে সময় হয়তো বিরাট কোহলি কল্পনাই করতেই পারেননি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মার সন্তানের বাবা হবেন। করলে হয়তো ক্যারিয়ারের শুরুতে এমন মন্তব্য করতেন না এই ক্রিকেট তারকা।
২০১৩ সালে বিরাট কোহলি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাঁরা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘরে প্রথম কন্যাসন্তান আসে চলতি বছরের ১১ জানুয়ারি।