স্ক্রিপ্ট রাইটার সাবিলা নূর, ডিরেক্টর জোভান!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/08/sabila_jovan_ntv.jpg)
শিরোনাম দেখে যে কেউ ভাবতে পারেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের চিত্রনাট্যে পরিচালনায় নাম লেখাচ্ছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। এমনটা হচ্ছে, তবে সেটা বাস্তবে নয়।
মুনতাহা বৃত্তার রচনায় রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘দ্য ডিরেক্টর’ শিরোনামের একটি একক নাটকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জোভান ও সাবিলা নূরকে। রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাফাত মজুমদার রিংকু এনটিভি অনলাইনকে বলেন, ‘নাটকে একজন ডিরেক্টরের জীবনের গল্প দেখানো হবে। একজন ডিরেক্টরের গল্প বলার ধরন, তাঁর চিন্তা-সীমাবদ্ধতাসহ বেশ কিছু গল্প। নাটকে সাবিলাকে দেখা যাবে স্ক্রিপ্ট রাইটারের চরিত্রে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/08/sabila_jovan_2.jpg)
নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘গল্পটি সুন্দর। সংলাপগুলোও ভালো লেগেছে। চেষ্টা করেছি সব মিলিয়ে ভালো কিছু করতে। বাকিটা দর্শক দেখে বলবেন।’
জোভান-সাবিলা নূর ছাড়াও নাটকে অভিনয় করেছেন শাহেদ আলী, জিলানী, হানিফ পাহলোয়ান, শাহরিয়ার শুভ প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সহযোগী নির্মাতা মজুমদার শিমুল। নাটকটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি দেওয়া হবে।