জিতের প্রযোজিত সিনেমায় মিথিলা, সঙ্গী প্রসেনজিৎ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/13/mithila_bumba_da.jpg)
কলকাতার আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। পরিচালক শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ সিনেমায় মিথিলার সঙ্গী হচ্ছেন খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, সিনেমাতে প্রসেনজিৎতের বোনের চরিত্রে দেখা মিলতে পারে মিথিলার। তবে, তা স্বল্প পরিসরে। অবশ্য এখনও এ খবর নিশ্চিত করেননি পরিচালক কিংবা মিথিলা।
‘আয় খুকু আয়’ সিনেমাটি প্রযোজনা করছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। আগামী সোমবার থেকে সিনেমাটির শুট শুরু হবে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/11/13/1502870439_2.jpg 526w)
সিনেমায় দেখা যাবে—এক বাবা ও মেয়ের গল্পে অনুভূতি এবং নাটকীয়তার খুব সুন্দর মেলবন্ধন। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ; যার একটি বাবার চরিত্রে। এ সিনেমায় আরও অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।