অলিম্পিকে খেলবেন না নাদাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/17/nadal-1.jpg)
করোনার থাবায় সারা পৃথিবী একরকম বিপর্যন্ত। এমন পরিস্থিতিতে টোকিও অলিম্পিক গেমস আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই রাফায়েল নাদাল অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আগেই।
নাদালের ভক্তদের বড় দুঃসংবাদ, এ বছর উইম্বলডন ও অলিম্পিকে অংশ নেবেন না তিনি। এরই মধ্যে এক টুইট বার্তায় তিনি ঘোষণা দিয়েছেন।
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালের মাঝপথেই চোটে আক্রান্ত হয়েছিলেন নাদাল। নোভক জকোভিচের বিরুদ্ধে শেষের দিকে ঠিক করে পারফরম্যান্সই করতে পারেননি তিনি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/06/17/nadal-2.jpg 687w)
তাই টুইট করে নাদাল লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এবারের উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে অংশ গ্রহণ করব না। এই সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু আমার শারীরিক সমস্যার কথা ভেবে এবং আমার দলের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
আরও একটি টুইটে নাদাল লিখেছেন, ‘আমি নিজের টেনিস জীবন আরও দীর্ঘ করতে চাই। সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলে নিজেকেও আনন্দ দিতে চাই।’
অন্য একটি টুইটে লিখেছেন, ‘রোলাঁ গারো আর উইম্বলডনের মধ্যে মাত্র ২ সপ্তাহের ব্যবধান রয়েছে। ক্লে কোর্টে খেলার ধকলের পর আমার শারীরিক অবস্থার উন্নতি হতে কিছুটা সময় লাগবে। শেষ দুমাস অনেক ধকল গেছে। তাই ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’