‘আমি চাই জিদান পিএসজির কোচ হন, ফ্রান্স উন্নত হোক’

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে ফ্রান্সে ফিরে লিগ ওয়ানের দলের দায়িত্ব নিতে বলেছেন। মূলত পিএসজির কোচের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
মার্কার খবরে জানা গেছে, ২০২৩ সাল পর্যন্ত মাউরিসিও পোচেত্তিনোর সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, আর্জেন্টাইন কোচ ছাটাই হতে পারেন। তাঁর জায়গায় কোচ হতে পারেন জিদান। এবার ফ্রান্সের প্রেসিডেন্টের কথায় বিষয়টি আরও জোরাল হয়েছে।
গতকাল বুধবার আরএমসি স্পোর্টকে এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমি জিদানের সঙ্গে কথা বলিনি, কিন্তু একজন খেলোয়াড় ও কোচ হিসেবে তার প্রতি আমার অনেক সম্মান রয়েছে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন, যা আমাদের ক্লাবগুলোর জন্য চাই। আমি চাই সে ফ্রান্সে ফিরে আসুক।’
‘আমি আশা করি, ফ্রেঞ্চ লিগ ও ফ্রান্সের উন্নতির জন্য জিদান ফিরে আসবেন। একটি ফরাসি ক্লাবকে কোচিং করবেন। যদি আসেন তা দুর্দান্ত হবে।’
‘ফ্রান্স খেলাধুলা ও ফুটবল প্রিয় জাতি, মানুষ এ খেলাটিকে ভালোবাসেন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাচ্ছে।’
এদিকে ফরাসি মিডিয়া পোচেত্তিনোর সম্ভাব্য বদলি হিসেবে কোচ ক্রিস্টোফ গালটিয়েরের কথা বলছেন।
এদিকে ম্যাক্রোঁ কয়েকদিন আগে স্বীকার করেছেন, তিনি এমবাপ্পেকে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার পরামর্শ দিয়েছেন।