উজ্জ্বল আর্জেন্টিনা, ছন্দে ব্রাজিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/02/argentina.jpg)
জয়ের ধারা অব্যাহত রাখল আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারাল মেসিকে ছাড়া আর্জেন্টিনা। প্রথমার্ধেই ম্যাচের একমাত্র গোল করে তারা। মার্কোস আকুনার পাস থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন মার্টিনেজ।
কলম্বিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিওনেল স্কালোনির দল। অ্যাঞ্জেল ডি মারিয়ার নেতৃত্বে কলম্বিয়ার রক্ষণে আক্রমণ গড়েছিল আর্জেন্টিনা। তবে কলম্বিয়ার গোরক্ষক কামিলো ভার্গাসের সামনে প্রতিহত হয় সব প্রচেষ্টা। পুরো ম্যাচে চারটি দুর্দান্ত সেভ করেন তিনি। বল পজিশন, শট অন টার্গেট, সঠিক পাস-সব দিক থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা।
জয় পেয়েছে ব্রাজিলও। দুর্বল প্যারাগুয়েকে ৪-০ গোলে হারায় তারা। ম্যাচের ২৮ মিনিটে মার্কুইনসের পাস থেকে প্রথম গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয় রাফিনা। ৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল না হলে প্রথম গোলের জন্য এতক্ষণ করতে হত না ব্রাজিলকে। প্রথার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের বাকি তিনটি গোল। প্রথম গোলের ঠিকানা লেখা পাস বাড়ানো মার্কুইনসেরপাস থেকেই আসে দ্বিতীয় গোল। গোলটি করেন দীর্ঘ দিন অফ ফর্মে থাকা ফিলিপ কুতিনহো। ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করেন পরিবর্ত ফুটবলার হিসেবে নামা অ্যান্তোনি। দুই মিনিটের ব্যবধানে প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুপার সাব রড্রিগো।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/02/02/brazil.jpg 680w)
পুরো ম্যাচের ৭৭ শতাংশ বলদখল ছিল ব্রাজিলের। ২২টি শট নিয়েছিল তারা যার মধ্যে গোলের মধ্যে ছিল ৮টি। ম্যাচে ব্রাজিল পাস খেলেছে ৭২৭টি, প্যারাগুয়ের পাস মাত্র ২১৯টি।
এদিন আরো তিনটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলে বলিভিয়াকে পরাজিত করে চিলি। ভেনিজুয়েলাকে ৪-১ গোল হারায় উরুগুয়ে। পেরু ও ইকুয়েডর ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হয়।