দুর্ঘটনার পর নতুন চ্যালেঞ্জের বার্তা পন্থের
সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গেল কিছুদিন ধরে হাসপাতালেই কাটছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। এরই মধ্যে সফল অস্ত্রোপচার হয়েছে পন্থের। তবে একদম ফিট হয়ে মাঠে ফিরতে পন্থকে পাড়ি দিতে হবে কঠিন পথ। এই প্রক্রিয়ায় থাকা পন্থ প্রথমবার বার্তা দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সবাইকে কৃতজ্ঞতা জানালেন পন্থ।
গত ৩০ ডিসেম্বর উত্তরাখন্ডের কাছে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। গাড়ি চালানোর সময়ে ঘুমিয়ে পড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। দুর্ঘটনার সময়ে পন্থের গাড়িতে আগুন ধরে যায়। কৌশলে নিজেকে রক্ষা করলেও বেশ আঘাত পেয়েছেন তিনি। গাড়ি দুর্ঘটনা মাথায়, পিঠে, হাঁটুতে চোট পান তিনি। তবে আশার খবর হলো তিনি শঙ্কামুক্ত আছেন।
পন্থের ডান হাঁটুর একটি লিগামেন্ট ছিঁড়ে যায়। দেরাদুনে কয়েকদিন চিকিৎসার পর মুম্বাইয়ে নেওয়া হয় তাকে। সেখানেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। এরপর এক টুইট বার্তায় পন্থ লিখেছেন, ‘সমর্থন ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার পথচলা শুরু হলো এবং আমি সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। পাশে থাকার জন্য বিসিসিআই, জয় শাহ ও গভর্নিং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
পন্থ ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন সেটা নিশ্চিত করে জানা যায়নি। তবে, লম্বা সময় যে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। এমনকি ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলাটাও অনিশ্চিত এই উইকেটকিপার ব্যাটারের।