রিজওয়ানের রেকর্ডের দিনে রোমাঞ্চকর জয় পাকিস্তানের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/12/usman-qadir-stifled-the-scorin1.jpg)
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সাক্ষী হয়ে থাকল এক রোমাঞ্চকর ম্যাচের। কি ছিল না সেই ম্যাচে। রেকর্ড গড়া শতরান থেকে শেষ বলের টানটান উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত বাজিমাত করল পাকিস্তান। লাহোরে টস হেরে আগে গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৯ রান করে পাকিস্তান। দলের পক্ষে দুর্দান্ত শতরান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান।
দারুণ এই সেঞ্চুরি করে ব্রেন্ডন ম্যাককালামের পর একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক শতরানের মালিক হয়ে রেকর্ড গড়লেন রিজওয়ান। অন্য কোনো পাকিস্তানি ব্যাটসম্যান ব্যাট হাতে সেভাবে বলার মতো কিছু করতে পারেননি। ৬৪ বলে ১০৪ রানের অপরাজিত এক অনবদ্য ইনিংস খেলেন রিজওয়ান। ইনিংসে তিনি হাঁকান ছয়টি চার ও সাতটি ছক্কা। তিনি ছাড়া হায়দার আলী ২১ ও হুসাইন তালাত ১৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি উইকেট নেন অ্যান্ডিলে ফেলুকায়ো।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মালান ও রিজা হেন্ড্রিক্সের ব্যাটে ভালো শুরু করে প্রোটিয়া বাহিনী। দলীয় ৫৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকার। অবশ্য তাদের ব্যাটিং লাইন আপে ধস নামে। আর কোনো ব্যাটসম্যান সেভাবে লড়াই করতে পারেননি। শেষদিকে ডোয়াইন প্রিটোরিয়াস ও বিজর্ন ফরচুন চেষ্টা করলে দলকে জেতাতে পারেননি। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে ৫৪ রান করেন হেন্ড্রিক্স । এ ছাড়া ২৯ বলে ৪৪ রান করেন মালান। নির্ধারিত ২০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন রানে এক রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে পাকিস্তান সিরিজে ১-০তে এগিয়ে গেল।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৬৯/৬, (রিজওয়ান ১০৪*, ফেলুকায়ো ৩৩/২)।
দক্ষিণ আফ্রিকা : ১৬৬/৬, (হেন্ড্রিক্স ৫৪, কাদির ২১/২)।