হিমালয়জয়ী রূপনা-ঋতুপর্ণার পরিবারের পাশে জেলা প্রশাসক

সাফ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অদম্য গোলকিপার রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমার বাড়িতে মিষ্টি-ফলসহ নানা উপহার নিয়ে গেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। আজ মঙ্গলবার তিনি তাদের পরিবারের হাতে নগদ দেড় লাখ টাকা করে দুটি চেক তুলে দেন।
জেলা প্রশাসক আবেগে আপ্লুত হয়ে রূপনা ও ঋতুপর্ণার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানকে রূপনার জরাজীর্ণ ঘরটির স্থলে নতুন ঘর নির্মাণ এবং তার বাসায় যাওয়ার সড়কটি তৈরি করে দেওয়ার নির্দেশনা দেন।
নানিয়ারচরের ঘিলাছড়ির ভুঁইয়াদম এলাকায় রূপনার বাসা থেকে বেরিয়ে জেলা প্রশাসক আরেক জাতীয় তারকা ঋতুপর্ণা চাকমার বাড়িতে যান।
ঘাগড়া ইউনিয়নের মগাছড়িতে তার বাড়িতে গিয়ে মিষ্টি ও উপহার তুলে দেন এবং তার পরিবারকে নগদ দেড় লাখ টাকার চেক তুলে দেন। একই সময় তিনি তার বাড়িতে যাওয়ার সড়কটি নির্মাণ করে দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসন সবসময় তার পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুণ দেওয়ান, জেলা স্কাউটের নেতা নুরুল আবছার, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘রূপনা ও ঋতুপর্ণ আজ পুরো জাতির গর্ব। আমরা তাদের নিয়ে গর্বিত। তাদের পরিবারের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব।’