এশিয়ান বডিবিল্ডিংয়ে বাংলাদেশের তিন প্রতিযোগী

এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (বামে)। ছবি : সংগৃহীত
জাপানে অনুষ্ঠেয় এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। ৩৩টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। বাংলাদেশের হয়ে তিনজন বডিবিল্ডার এই আসরে লড়াই করবেন।
আগামী ৫ থেকে ৮ জুন কিতাকিউশুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে সোমবার রাতে বাংলাদেশ দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানিয়েছেন, ৮০ কেজি ওজন শ্রেণিতে রফিকুল ইসলাম, ৭৫ কেজিতে সাইদ রানা ও মাস্টার বিভাগে মাসুদুর রহমান বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় লড়াই করবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করবে ওয়ালটন। এই আসরে দলনেতা হিসেবে যাচ্ছেন ওয়ালটনের পরিচালক ও ফেডারেশনের সহসভাপতি ইকবাল বিন আনোয়ার ডন।