প্রস্তুতি ম্যাচ দেখতেই হুড়োহুড়ি, আহত ১০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/03/photo-1435914003.jpg)
বিসিবি একাদশ ও দক্ষিণ আফ্রিকার প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ দেখতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুর ১টার দিকে ম্যাচ শুরুর আগে খেলা দেখতে অসংখ্য দর্শক ভিড় জমাতে থাকেন স্টেডিয়াম এলাকায়। এর বিরাট একটা অংশ কিশোর। গেট খুলতে না খুলতেই হুলস্থূল লেগে যায়। কে, কার আগে মাঠে ঢুকবে, তা নিয়ে চলে প্রতিযোগিতা। এ সময় হুড়োহুড়িতে পায়ের নিচে পড়ে যান বেশ কয়েকজন।
পরে পুলিশ ও স্টেডিয়ামের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে বেশ কয়েকজন গুরুতর আহত হন। মাঠে ঢুকে যাওয়ার পরও হুড়োহুড়িতে স্টেডিয়ামের কিছু স্থাপনাও ভেঙে ফেলেন দর্শক।
এদিকে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। দলের খাতায় ছয় রান আসতে না আসতেই দুই ওপেনার এনামুল বিজয় ও রনি তালুকদারকে হারিয়ে বসে বিসিবি। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। তৃতীয় উইকেটে সৈকত আলীর সঙ্গে অধিনায়ক ইমরুল যোগ করেন ২৬ রান। শেষ খবর পর্যন্ত ৯ উইকেটে ৯৪ রান করেছে বিসিবি একাদশ।