ফ্রেজার-প্রাইসের দারুণ কীর্তি

আগের দিন উসাইন বোল্ট জিতে নিয়েছেন পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের শিরোপা। বিশ্ব অ্যাথলেটিকসে নারীদের এই ইভেন্টের শ্রেষ্ঠত্বও একজন জ্যামাইকানের। তৃতীয়বারের মতো বিশ্বের দ্রুততম মানবী হওয়ার দারুণ কীর্তিই গড়লেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।
সোমবার বেইজিংয়ের বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়ামে ফ্রেজার-প্রাইস সবাইকে পেছনে ফেলেছেন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে। দ্বিতীয় হওয়া নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্সের টাইমিং ছিল ১০.৮১ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের টোরি বোউয়ি তৃতীয় হয়েছেন ১০.৮৬ সেকেন্ডে।
২০০৯ ও ২০১৩ সালেও বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার জিতেছিলেন। তবে তৃতীয়বার শিরোপা জিতলেও ফ্রেজার-প্রাইসের কণ্ঠে যেন প্রথম সাফল্যের উচ্ছ্বাসই প্রকাশ পেল, ‘যেকোনো প্রতিযোগিতায় দৌড়ানোই দারুণ রোমাঞ্চকর। আজ আমি খুব খুশি আর গর্বিত।’
মস্কোতে দুই বছর আগে ১০০ ও ২০০ মিটারের ‘ডাবল’ পেয়েছিলেন ফ্রেজার-প্রাইস। তবে এবার সেই সম্ভাবনা নিজেই উড়িয়ে দিয়েছেন বোল্টের স্বদেশি। নিজেই জানিয়েছেন, ‘আমি ২০০ মিটারে অংশ নেওয়ার কথা বিবেচনা করিনি। এই প্রতিযোগিতায় আমার পরিকল্পনা শুধুই ১০০ মিটারে অংশ নেওয়ার। নিজেকে সবসময় একটা কথাই বলি। তুমি কোথা থেকে এসেছ বা তোমার অতীত কী তা কোনো ব্যাপার নয়। তোমার ভবিষ্যৎ আর লক্ষ্যই সবচেয়ে বড় কথা। আমি সবসময় কঠোর পরিশ্রম করি আর চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার।’