এবারও শ্রেষ্ঠত্ব বোল্টের জ্যামাইকার

২০০৯ ও ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পুনরাবৃত্তি হলো এবারও। বেইজিংয়ে এ বছরের চ্যাম্পিয়নশিপেও তিনটি সোনাই জিতলেন উসাইন বোল্ট। ১০০ ও ২০০ মিটার দৌড়ের শ্রেষ্ঠত্ব অর্জনের পর ৪X১০০ মিটার রিলে ইভেন্টেও সোনা জিতল বোল্টের জ্যামাইকা।
বোল্ট, নেস্তা কার্টার, আসাফা পাওয়েল ও নিকেল আশেমদের জ্যামাইকা দল এই ইভেন্টে অপ্রতিরোধ্য হিসেবেই স্বীকৃতি পাবে নিঃসন্দেহে। এই নিয়ে টানা ছয়টি রিলে ইভেন্টে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করল জ্যামাইকা। যার মধ্যে ছিল দুটি অলিম্পিকও।
বেইজিংয়ের বার্ডস নেস্টে ৪X১০০ মিটার রিলে দৌড় শেষ করতে বোল্টদের সময় লেগেছে ৩৭.৩৬ সেকেন্ড। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন দলগত এই ইভেন্টে লড়তে পারেননি পাল্লা দিয়ে। গ্যাটলিন, টাইসন গে, মাইক রজার্সের যুক্তরাষ্ট্র নিয়ম ভঙ্গ করায় ছিটকে গেছে পদকজয়ের লড়াই থেকে। অথচ তারা জ্যামাইকার পেছনে থেকে দ্বিতীয় স্থানই অর্জন করেছিল।
৩৮.০১ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্বাগতিক চীন। আর ৩৮.১৩ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে তৃতীয় হয়েছে কানাডা।