মেজবাহ-শিরিনই দ্রুততম মানব ও মানবী

বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকসে তাঁর পারফরম্যান্স ছিল একেবারেই হতাশ করা। হিটেই বাদ পেড়েছিলেন। আন্তর্জাতিক আসরে ব্যর্থ হলেও ঘরোয়া আসরে ঠিকই সাফল্য পেয়েছেন নৌবাহিনীর অ্যাথলেট মেজবাহ আহমেদ। টানা চতুর্থবার জিতে নিলেন দেশের দ্রুততম মানবের খেতাব। দ্রুততম মানবীর খেতাবটা ধরে রেখেছেন নৌবাহিনীর আরেক অ্যাথলেট শিরিন আক্তার।
১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে সমাপ্তি রেখা ছুঁয়েছেন মেজবাহ আহমেদ। আর শিরিন আক্তার ১২.২০ সেকেন্ড সময় নিয়ে একই ইভেন্টের সেরা হয়েছেন।
মেজবাহ এই সাফল্যের উৎসাহ পেয়েছেন উসাইন বোল্টের দৌড় দেখেই, ‘উসাইন বোল্ট আমার সবচেয়ে প্রিয় অ্যাথলেট। মূলত তাঁকে দেখেই আমি ভালো করার উৎসাহ পাই। তা ছাড়া তাঁর ভিডিও দেখে আমি শেখার চেষ্টা করি। বাকিটুকু শিখছি আমার কোচের কাছ থেকে।’
এখন মেজবাহর লক্ষ্য এসএ গেমসে সাফল্য পাওয়া, ‘অনেক দিন ধরেই এসএ গেমসের অ্যাথলেটিক্সে সোনার পদক পাচ্ছি না আমরা। আমার লক্ষ্য এবার এসএ গেমসে দেশকে সোনার পদক এনে দেওয়া। সেভাবেই চেষ্টা করে যাচ্ছি আমি।’
শিরিন আক্তার আত্মবিশ্বাসী ছিলেন ১০০ মিটার স্প্রিন্টে সেরা হবেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ছিল গতবারের মতো এবারও আমি সেরা হবো। তা পেরেছি বলেই আমি বেশ আনন্দিত। ভবিষ্যতে এই সাফল্য ধরে রাখাটা আমার মূল লক্ষ্য।’