মামুনুল-জামালকে ছাড়াই মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ

বেশ কয়েকদিন ধরেই পায়ের চোটে ভুগছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। আরেক মিডফিল্ডার জামাল ভূঁইয়া দুই হলুদ কার্ডের কারণে পরের ম্যাচ খেলতে পারছেন না। তাই দুই নির্ভরযোগ্য মিডফিল্ডারকে বাইরে রেখেই মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে। প্রস্তুতি ম্যাচে অংশ নিতে বাংলাদেশ দল আগামীকাল মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবে। আর ম্যাচটি হবে ১ সেপ্টেম্বর।
এই দলে চার নতুন মুখ জায়গা পেয়েছেন। তাঁরা হলেন- মিডফিল্ডার জাফর ইকবাল, মোহাম্মদ আব্দুল্লাহ, সেন্টু চন্দ্র সেন ও দিদারুল আলম। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার এনামুল হক শরিফ ও প্রাণতোষ কুমার দাশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন তরুণ মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
২৩ সদস্যের বাংলাদেশ দল : শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), রায়হান হাসান, নাসিরউদ্দীন চৌধুরী, তপু বর্মণ, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল (ডিফেন্ডার), প্রাণতোষ কুমার দাস, জাফর ইকবাল, সোহেল রানা, ইমন মাহমুদ, মোহাম্মদ আবদুল্লাহ, সেন্টু চন্দ্র সেন, এনামুল হক শরিফ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (মিডফিল্ডার), সোহেল রানা, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, দিদারুল আলম ও শাখাওয়াত হোসেন রনি (ফরোয়ার্ড)।