ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। নতুন মৌসুমে নতুন করে শুরু করতে, দলবদলের বাজারে ব্যস্ত সময় পার করেছে দলগুলো। দুর্বলতার কাটাছেরা করে বাড়িয়েছে দলের শক্তি। এরই মধ্যে প্রাক-মৌসুমে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররাও। এবার শুরু আসল খেলার অপেক্ষা।
ইউরোপের শীর্ষে লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা ইংলিশ প্রিমিয়ার লিগের। আগেভাগেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের খেলা। প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্নে স্লটের দল। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লীগকে অনেকটাই নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল অলরেডরা। লিগ শেষ হওয়ার ৪ মাস আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের।
অপরদিকে, আজ রাত থেকেই মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগাও। তবে প্রথম দিনে নেই বড় কোন ক্লাবের খেলা। গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে একদিন পরে। শনিবার রাত সাড়ে ১১টায় মায়োর্কার মাঠে আতিথ্য নেবে কাতালানরা। আজ ঘরের মাঠে জিরোনা খেলবে রায়ো ভায়োকানোর বিপক্ষে। আরেক ম্যাচে ভিয়ারিয়াল আতিথেয়তা দেবে লা লিগার দ্বিতীয় স্তরে তৃতীয় হয়ে, প্লে-অফ খেলে লা লিগায় উঠে আসা দল রিয়াল ওভেদোকে।
একই দিনে শুরু হচ্ছে ফরাসি লিগ ওয়ানও। এখানেও শুরুর রাতে নেই বড় কোন ম্যাচ। লিগ ওয়ানের প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হবে রেন ও মার্শেই।
এছাড়াও শুরু হওয়ার অপেক্ষায় আছে ইউরোপের অন্যতম দুই জনপ্রিয় জার্মানি ও ইতালির শীর্ষ লিগও। ২২ আগস্ট থেকে পর্দা উঠবে জার্মান বুন্দেসলিগার। একদিন পরেই মাঠে গড়াবে ইতালিয়ান সিরি-আ লিগ।