লজ্জা নিয়ে দেশে ফিরল ফুটবল দল

ভুটানের কাছে লজ্জাজনক হার শেষে দেশে ফিরেছে ফুটবল দল। এই হারকে লজ্জার চেয়েও বেশি কিছু বললেন বেলজিয়াম কোচ টম সেইন্টফিট। বললেন নতুন করে শুরু করার কথা।
১১ দেখায় যে ভুটানের কাছে কখনো হারেনি বাংলাদেশ, সেই দলটির কাছে সোমবার হেরে তিন বছরের জন্য আন্তর্জাতিক খেলা থেকে নির্বাসনে চলে গেছে বাংলাদেশের ফুটবল। এমন লজ্জাজনক হারের পর আজ বুধবার সকালে দেশে ফেরেন ফুটবলাররা। ফুটবলাররা কেউ ক্যামেরার সামনে কথা না বললেও এই হারকে লজ্জার চেয়ে বেশি কিছু বললেন কোচ টম সেইন্টফিট।
টম সেইন্টফিট বলেন, ‘এটা শুধু হতাশারই নয়, লজ্জা বা তার চেয়ে বেশি কিছু। খুব খারাপ কিছু হলো বাংলাদেশের ফুটবলের জন্য। তবে যদি শিক্ষা নিয়ে তৃণমূল থেকে নতুন করে শুরু করে তাহলে ভালো হতে পারে।’
লজ্জাজনক এই হারের পেছনের কারণ হিসেবে ফুটবলাররা দেখছেন খেলোয়াড় ও ফেডারেশন উভয় পক্ষকে।
সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু বলেন, ‘এক ফুটবলার অবসর নিল বা তাঁর বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার এলো, অথচ ওই ফুটবলারকে ছাড়া আমরা ভুটানে যাওয়ার সাহস পেলাম না। তার মানে আমাদের ফুটবলারদের ঘাটতিটা স্পষ্ট। মানে তার বিকল্প নেই। এ অবস্থা চললে আমরা কী করে আশা করি যে বাংলাদেশ অভাবনীয় কিছু করে ফেলবে।’ এসবের জন্য বাফুফেকেই দায়ী করেছেন তিনি।