বোতলের আঘাতে আহত নেইমার-সুয়ারেজ, মেসির ক্ষোভ

লা লিগায় বার্সেলোনা-ভ্যালেন্সিয়ার শেষ মুহূর্তের খেলা চলছিল তখন। লুইস সুয়ারেজকে ফাউলের সুবাদে পেনাল্টি পায় বার্সেলোনা। লিওনেল মেসির সফল পেনাল্টি ৩-২ গোলে এগিয়ে দেওয়ার পর জয়ের সুবাস পাওয়া বার্সার খেলোয়াড়রা উদযাপন করছিল। ঠিক তখনই গ্যালারি থেকে উড়ে আসা বোতলে আঘাত পেয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন নেইমার আর সুয়ারেজ। উদযাপন ভুলে পুরো বার্সেলোনা দল তখন হতবাক। মেসি তো ভীষণ ক্ষুব্ধ।
শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে ম্যাচের পুরোটাজুড়েই ছিল উত্তেজনা আর তীব্র লড়াই। জয়সূচক ছাড়াও দলের প্রথম গোলটি করেছেন মেসি। যদিও ভ্যালেন্সিয়ার অভিযোগ, মেসি গোলটি করার সময় অফসাইড ছিলেন সুয়ারেজ। এটা নিয়ে ক্ষোভে ফুঁসছিল ভ্যালেন্সিয়ার সমর্থকরা।
শেষ বাঁশির কিছুক্ষণ আগে বার্সেলোনার পেনাল্টি সেই ক্ষোভ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। মেসির গোলের পর তাই মেজাজ ঠিক রাখতে পারেনি স্বাগতিক দলের এক সমর্থক। তাঁর ছুড়ে মারা বোতল আঘাত করেছিল নেইমার আর সুয়ারেজকে। তাতে শুধু মেসি নন, ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার কোচ লুইস সুয়ারেজও। খেলাশেষে সুয়ারেজ বলেছেন, ‘নিঃসন্দেহে এটা এমন এক ঘটনা যা ভ্যালেন্সিয়ার বেশির ভাগ সমর্থকই দেখতে চাইবে না। আমি তো চাইবই না।’
লা লিগা কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করলে বড় ধরনের শাস্তি হতে পারে ভ্যালেন্সিয়ার। ভ্যালেন্সিয়াও অবশ্য ভক্তদের এমন আচরণে ক্ষুব্ধ। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘বার্সেলোনা খেলোয়াড়দের দিকে বোতল ছুড়ে মারা সমর্থককে তীব্র নিন্দা জানাচ্ছে ভ্যালেন্সিয়া। কোনো সমর্থকের হিংস্র আচরণ কিছুতেই সহ্য করা হবে না। ক্লাব এই ঘটনার তদন্ত করবে। আর এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে উদ্যোগ নেবে।’