ভিতিনহার গোলে পিএসজির শুভসূচনা

সর্বশেষ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ট্রেবলজয়ী ক্লাবটির কাছে প্রতিপক্ষরা যেন পাত্তাই পায়নি। এই মৌসুম শুরুর আগে জিতেছে ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা। এবার তাদের ফরাসি লিগের যাত্রাটাও শুরু হলো জয় দিয়ে, তবে ব্যবধানটা খুব বড় নয়। গতকাল রোববার (১৭ আগস্ট) রাতে লিগা ওয়ানে নঁতের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের একমাত্র গোলটি এসেছে ভিতিনহার পা থেকে।
লিগ ওয়ানে পিএসজিকে কাল ঘরের মাঠে আতিথেয়তা দেয় নঁতে। এদিন ম্যাচের দখল ছিল বর্তমান চ্যাম্পিয়নদের কাছেই। একের পর এক আক্রমণ করে গেছে তারা। ৭১ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লুইস এনরিকের শিষ্যরা। বিপরীতে নঁতে ৫টি শট নিয়ে পোস্টে একটিও রাখতে পারেনি।
তবে গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয়েছে লা পারিসিয়ানদের। ব্যবধানটা আরো বড় হতে পারত। কিন্তু ম্যাচে একের পর এক সেভ করে নঁতেকে বাঁচিয়ে দিচ্ছিলেন দলটির গোলরক্ষক অ্যান্টনি লোপেজ।
৬৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক ভিতিনহা। বক্সের বাঁ পাশ থেকে নুনো মেন্দেসের দেন ভিতিনহাকে। এরপর বক্সেরে বাইরে থেকে ভিতিনহার ডান পায়ের জোরালো শট প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের গায়ে লেগে পোস্টের ডান পাশ দিয়ে জালে জড়িয়ে যায়। নঁতের গোলরক্ষকের কিছুই করার ছিল না বল জড়ানো দেখা ছাড়া।
এই এক গোলই খেলার ফলাফল গড়ে দেয়। গত মৌসুমের ট্রেবলজয়ীদের এদিন ৩ পয়েন্ট পেতে বেশ বেগ পেতে হয়েছে। আগামী সপ্তাহে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের মুখোমুখি হবে পিএসজি। এদিন নতুন মৌসুমে ঘরের মাঠে লিগে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ডেম্বেলে-হাকিমিরা।