রোনালদোকে নিয়ে চিন্তিত নন জিদান

হঠাৎ কী হলো ক্রিস্টিয়ানো রোনালদোর? গোল করা কি ভুলেই গেলেন রিয়াল মাদ্রিদ তারকা! প্রশ্নটাকে অবশ্য এক কথায় উড়িয়ে দিচ্ছেন জিনেদিন জিদান। দুঃসময়ে দলের সবচেয়ে বড় তারকার পাশেই দাঁড়াচ্ছেন রিয়ালের কোচ।
হাঁটুর চোট কাটিয়ে গত মাসে মাঠে ফেরার পর শুরুতে নিয়মিত গোল পাচ্ছিলেন রোনালদো। কিন্তু সর্বশেষ দুই ম্যাচে লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। গত রোববার ঘরের মাঠে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে একটি সুযোগ নষ্টের পর রিয়াল সমর্থকরা দুয়ো পর্যন্ত দিয়েছেন তাঁকে!
রোনালদোকে নিয়ে তাই চাপা গুঞ্জন রিয়ালে। জিদানের অবশ্য রোনালদোর ফর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। বার্তাসংস্থা এএফপিকে ফ্রান্সের একমাত্র বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই সে প্রতি ম্যাচে দুই/তিনটি গোল করুক। তবে আমি এ নিয়ে চিন্তিত নই। কারণ আমি জানি এই দুঃসময় কেটে যাবে।’ দর্শকের দুয়ো সম্পর্কে জিদানের মন্তব্য, ‘খেলোয়াড়ি জীবনে আমাকেও দুয়ো শুনতে হয়েছিল। এটা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। কোনো খেলোয়াড়ের কাছে অনেক প্রত্যাশা থাকলেই দর্শক এমন করে থাকে। সে (রোনালদো) নিজেও তা জানে। সে এর সঙ্গে অভ্যস্ত আর তাই এ নিয়ে চিন্তিত নয়।’
আজ রাতে আবার মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। কোপা দেল রের শেষ ৩২ দলের লড়াইয়ের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ কালচারাল লিওনেজা। আজ অবশ্য রোনালদো খেলছেন না। রোনালদোর সঙ্গে গ্যারেথ বেল, করিম বেনজেমা, মার্সেলো আর গোলরক্ষক কেইলর নাভাসকে বিশ্রাম দিয়েছেন জিদান।