সমালোচনা ছাড়া থাকতে পারেন না রোনালদো

মাঠে দারুণ নৈপুণ্য দেখিয়ে যেমন প্রশংসায় কুড়ান, তেমনি বাজে ফর্মের জন্য সমালোচনাও কম হয় না ক্রিস্টিয়ানো রোনালদোর। একটু পান থেকে চুন খসলেই সমালোচনার তীরে বিদ্ধ হন পর্তুগিজ এই তারকা। মাঝেমধ্যে বেশ ক্ষেপেও যান সাংবাদিকদের ওপর। তবে নিন্দুকদের ছাড়া আবার থাকতেও পারেন না এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। সমালোচনাগুলো দিয়েই নিজেকে উদ্বুদ্ধ করেন আরও ভালো খেলার জন্য।
২০০২ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরুর পর বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন রোনালদো। তিনবার পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। আর এর পেছনে নিন্দুক-সমালোচকদের একটা বড় ভূমিকা আছে বলে মন্তব্য করেছেন রোনালদো। কোচ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নেতিবাচক মানুষজন আর অভিজ্ঞতাগুলো দিয়ে আমি নিজেকে অনুপ্রাণিত করি। আমার আসলে এই নিন্দুকদের দরকার। আমি যা কিছু অর্জন করেছি, তাতে এই নিন্দুক-সমালোচকদের একটা বড় ভূমিকা আছে।’
সাম্প্রতিক এই সাক্ষাৎকারে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন রোনালদো। তাঁর মতে, এই দ্বৈরথটা গণমাধ্যমেই অনেক বড় আকারে দেখা যায়। ভালো বন্ধুত্ব না থাকলেও তাঁরা একে-অপরকে শ্রদ্ধা করেন বলে মন্তব্য করেছেন রোনালদো, ‘আমাদের মধ্যে অনেক বড় একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, এমনটা গণমাধ্যমই অনেক বড় আকারে হাজির করেছে। কিন্তু ঘটনা তেমনটা নয়। আমরা খুব ভালো বন্ধু নই। কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে।’
২০০৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন মেসি ও রোনালদো। মেসি জিতেছেন পাঁচবার। রোনালদো তিনবার। ২০১৬ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও হয়তো উঠবে পর্তুগিজ এই তারকার হাতে। এ বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি জিতেছেন ইউরো কাপ।