‘দ্য প্রফেসর’ নাজমুল হোসেন শান্ত!
বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বেশ ভালোভাবে পালন করছেন অধিনায়কের দায়িত্বও। অল্প সময়ে অধিনায়ক হিসেবে গড়েছেন এমন এক কীর্তি, যা পারেনি বাংলাদেশের আর কোনো অধিনায়ক।
শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের স্বাদ পায় বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বেশ সাহসী শান্ত সিদ্ধান্ত নিতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। কিউইদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারানোর আগে দেশের মাটিতে টেস্টেও তাদের হারিয়েছে বাংলাদেশ। সেটিও শান্তর নেতৃত্বে। তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
শান্ত নিজেও আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। বিখ্যাত স্প্যানিশ ওয়েব সিরিজ ’লা কাসা দ্য পাপেল’ এর প্রধান চরিত্র প্রফেসরের সঙ্গে তুলনা দিয়ে শান্ত লেখেন, ‘শুভ সকাল প্রফেসর।’ পেছনে বোর্ডে লেখা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের কথা।
লা কাসা দ্য পাপেলে প্রফেসরের নেতৃত্বে একদল ডাকাত ব্যাংকে সফল অভিযান চালায়। মূলত প্রফেসরের ঠাণ্ডা মাথায় দল পরিচালনাকেই তুলে আনা হয়েছে শান্তর এই ছবির থিমে।