তেইশের সাফল্য চব্বিশেও ধরে রাখতে চান রোনালদো
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/31/cr7.jpg)
ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কাতার বিশ্বকাপের পর যা আরও বেড়ে যায়। তিনি রোনালদো বলে হাল ছাড়েননি। সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়ে দারুণ একটা বছর কাটিয়েছেন। পাশাপাশি জাতীয় দলেও তাকে দেখা গেছে চেনা ছন্দে। চলতি বছর ডিসেম্বরে গড়েছেন অনন্য এক রেকর্ড। যেখানে এখনকার কোনো ফুটবলার নেই। পেশাদার ফুটবলে ১২০০ ম্যাচ খেলারে মাইলফলক ছুঁয়েছেন, প্রবেশ করেছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় পাঁচ নম্বরে।
অষ্টমবারের মতো এক বছরে ৫০ এর অধিক গোল করার কীর্তিও অর্জন করেন ২০২৩-এ। বিদায়ী বছরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা তারই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৯ ম্যাচে করেছেন ৫৪ গোল ও ১৫টি অ্যাসিস্ট। পেছনে ফেলেছেন সমান ৫২টি করে গোল করা কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে।
বছরের সর্বশেষ ম্যাচে আজ রোববার (৩১ ডিসেম্বর) ৪-১ গোলের জয় পায় আল-নাসের। প্রো লিগের ম্যাচটিতে দলের পক্ষে শেষ গোলটি করেন সিআরসেভেন। দুর্দান্ত এক বছর কাটিয়ে ম্যাচ শেষে রোনালদো জানালেন, ২০২৪ সালেও ধরে রাখতে চান ২০২৩ এর সাফল্য।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/31/cr7-in.jpg)
গোল ডটকমে আজ প্রকাশিত প্রতিবেদন অনুসারে রোনালদো বলেন, ‘আমি খুবই খুশি। এটি আমার জন্য দারুণ একটি বছর ছিল। ব্যক্তিগত ও দলগত, উভয় দিকেই ভালো ছিলাম। আমি অনেক গোল করেছি। সেসব গোল আমার ক্লাব আল-নাসের ও দেশ পর্তুগালকে এগিয়ে যেতে সহায়তা করেছে। বেশ সুখানুভূতি হচ্ছে। আমি চেষ্টা করব আগামী বছরও এটি ধরে রাখতে এবং ভালো খেলতে।’