আর্জেন্টিনার আইকনিক সমর্থক ‘তুলা’ আর নেই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/08/tula.jpg)
কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ে অনবরত ড্রাম বাজিয়ে উল্লাস করেছিলেন প্রবীণ এক ভদ্রলোক। আর্জেন্টিনার ফুটবল জগতে যিনি পরিচিত 'তুলা' নামে। আসল নাম কার্লোস পাসকুয়াল। ফিফা দ্য বেস্টের ‘বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ জেতা সেই আইকনিক সমর্থক আর নেই। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) তুলার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন। গত ৩১ জানুয়ারি বুয়েনস আয়ারসের মিতের সানাতোরিয়ামে অস্ত্রোপচার করান তিনি। এরপর কোমায় চলে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। এরপর আর জ্ঞান ফেরেনি এই আইকনিক সমর্থকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
২০২৩ এ ফিফা দ্য বেস্টে সেরা সমর্থকদের পুরস্কার জয়ের পর বলেছিলেন, ‘আর্জেন্টাইন হিসেবে আমি খুশি। কারণ, প্রায় সব পুরস্কারই আমরা জিতেছি। মার্টিনেজ, স্কালোনি ও মেসি জিতেছে। সমর্থক হিসেবে তাই আমি ভীষণ আনন্দিত। ১৯৭৪ বিশ্বকাপ থেকে আজকের দিন পর্যন্ত আমি সব বিশ্বকাপ ও কোপা আমেরিকায় ছিলাম।’
লিওনেল মেসির এলাকা রোজারিওতে জন্ম নেওয়া আর্জেন্টাইন ফুটবলের একনিষ্ঠ ভক্ত এই মানুষটিকে আর তার জাতীয় দলের ম্যাচে গ্যালারিতে দেখা যাবে না। আর্থিকভাবে অস্বচ্ছল হলেও আর্জেন্টিনাকে সমর্থন জানাতে অন্তত ১০টি দেশে ভ্রমণ করেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়েও জায়গা করে নিয়েছিলেন তিনি।