স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিলেন বাবর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/08/b.jpg)
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাটিং নিয়ে কথা নেই কারো। সময়ের অন্যতম সেরা ব্যাটার তিনি। নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে। তবে, হিসাবটা যদি হয় টি-টোয়েন্টির, তাকে নিয়ে চলে অন্তহীন সমালোচনা। যদিও, বাবর বোঝেন না কেন মানুষ এটি নিয়ে এত কথা বলে!
পাকিস্তানের জালমি টিভির একটি পডকাস্টে গতকাল রোববার (৭ এপ্রিল) অতিথি হিসেবে যান বাবর। আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে কথা ওঠে স্ট্রাইক রেট নিয়ে। বাবর জানান, স্ট্রাইক রেট মূলত নির্ভর করে পরিস্থিতির ওপর। পরিস্থিতি বুঝে আপনাকে খেলতে হবে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/04/08/babar-in.jpg)
বাবর বলেন, ‘আমার স্ট্রাইক রেট নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কিন্তু, আমি তো মাঠে গেলাম আর ছক্কা মারলাম এমন ক্রিকেটার নই। আমি মনোযোগ দেই দলের ইনিংস বিল্ড-আপে। পরিস্থিতি বুঝে কখনও ২০০ স্ট্রাইক রেটেও খেলতে হয়। আবার কখনও আপনাকে চলতে হবে ধীরে ধীরে। স্ট্রাইক রেটের চেয়ে আমার কাছে ম্যাচ জেতানোটা গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন অবধি ১০৯টি ম্যাচ খেলেছেন বাবর। স্ট্রাইক রেট ১২৯.১২। ১০৩ ইনিংস ব্যাট করে রান তুলেছেন তিন হাজার ৬৯৮। ৩৩টি অর্ধশতকের পাশাপাশি আছে তিনটি শতরানের ইনিংস।